গুগলে চাকরি পেলেন কুবি শিক্ষার্থী অভিক সরকার
Published : July 04 2025 , 2:31:35 am
Written By : bdfeature
ফিচার ডেস্ক:
বিশ্বসেরা টেক জায়ান্ট কোম্পানি গুগলে নিয়োগ পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক শিক্ষার্থী অভিক সরকার। সোমবার মুঠোফোনে তিনি নিজেই তথ্যটি নিশ্চিত করেন।
অভিক সরকার বিশ্ববিদ্যালয়ের ৭ম আবর্তন ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ৪র্থ আবর্তনের শিক্ষার্থী। অভিক গুগলের তাইওয়ান শাখার টেস্ট ইন্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ১৯ জানুয়ারি (শুক্রবার) তার কাছে গুগলের জব অফার লেটারটি আসে। এর আগে মৌখিকভাবে তাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়ছিলো গুগল থেকে। সকল ডকুমেন্ট প্রসেসিং শেষ আগামি মে (সম্ভাব্য) মাসে তাকে চাকরিতে যোগদানের কথা বলা হয়েছে গুগল কতৃপক্ষ থেকে। অভিকের সাথে কথা বলে এসকল তথ্য জানা যায়।
গুগলে নিয়োগ পাওয়ার অনুভূতি ব্যক্ত করে অভিক বলেন, আমি গত দেড় বছর ধরে এ প্রতিষ্ঠানে এপ্লাই করে আসছি। একবার বাদ পড়ে আবার আবেদন করি। এরপর আবার সকল পক্রিয়ার পর ভাইবাতে সিলেক্ট হয়। এরপর ২ মাস ভাইবা চলে। এরপর তারা আমাকে সিলেক্ট করে। গুগলের মতো ওয়ার্ল ওয়াইড প্রতিষ্ঠানে চাকরি করা আমার সপ্ন ছিলো। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ থেকে ভাবতাম যদি এমন টেক জায়ান্ট কোম্পানির কন্ট্রিবিউটর হতে পারতাম।সাহস করে এগিয়ে যায়। এখন আমি আমার সপ্নকে বাস্তবায়ন করতে পেরেছি।
শিক্ষার্থীর এমন সাফল্যের বিষয়ে বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো: সাইফুর রহমান বলেন, আমি অভিকের ফোনটা পেয়ে যখন খবরটা শুনি তখন কাঁপছিলাম। মানুষের এমন বড় কোম্পানি তে যাওয়ার সপ্ন থাকে। অভিকের সেটা বাস্তবায়ন হয়েছে। মানুষের সফলতার পিছনে অবদান থাকে বাবা মায়ের তারপর শিক্ষকের।
যাওয়ার আগে...
আমাদের বিনামূল্যের নিউজলেটারগুলি প্রতিদিন সকালে আপনার ইনবক্সে উজ্জ্বলতম একাডেমিক লেখকদের কাছ থেকে সরাসরি সাম্প্রতিক বিশ্লেষণ এবং মন্তব্য নিয়ে আসে।