ছোট বেলার স্মৃতি
Published : July 03 2025 , 2:40:26 am
Written By : bdfeature
সানজিদা ইসলাম
ছোটবেলাটা কতোই না আনন্দের ছিলো। ঈদের ছুটির জন্য সারাবছর অপেক্ষায় থাকতাম, স্কুলে লম্বা একটা ছুটি দিতো। ঈদ কার্ড দেওয়া-নেওয়া হতো ছুটির আগের দিন, যেটা খুব যত্ন করে রেখে দিতাম। স্মৃতি জমাইতাম। ঈদের দিনের অপেক্ষায় প্রতি ছুটির দিনগুলো কাটতো একটা মিষ্টি খুশি নিয়ে।
সবাই যেখানে ভার্সিটির ছুটিতে বাসায় যাওয়ার আনন্দ পায়, সেখানে আমার কেন জানি কোনো আনন্দ হয় না বা অনুভব করতে পারি না । কারন হয়তো সারাবছর বাসায় থাকি সেজন্য। তাদের সেই খুশি দেখতেও অনেক ভাল্লাগে। কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে তাদের মতো বাসায় যাওয়ার আনন্দ উপভোগ করতে। কিন্তু তা আর কোথায় হলো!! আমার বাসা যে ভার্সিটির পাশেই।
এখন এসে কেন যেন সবকিছু বিষাদ হয়ে গেছে। অপেক্ষায় থাকি এবং আছি কবে ঈদের ছুটি শেষ হবে। আমার কাছে এখন যান্ত্রিক জীবনটাই অভ্যাসগত হয়ে গেছে, এতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। এখন সারাদিন ছুটি কাটাই জানালার বাইরে তাকিয়ে থেকে, গাছের পাতা দেখে, আকাশের বৃষ্টিতে হাত ভিজিয়ে।
প্রকৃতির মাঝে নিজেকে দেখার ইচ্ছেই হয়ে গেছে এখন নিত্যদিনের রুটিন, তাকিয়ে থাকি দূরের ঐ গাছ- গাছালী, পশুপাখি আর লতাপাতার দিকে। এ যেন সৃষ্টিকর্তা আমার জন্য বরাদ্দ করে রেখেছিল। তবে ছুটি মানেই এখন হয়ে গেছে পাখির খাঁচার মত বন্ধি জীবন, যেটা ক্যাম্পাসের সেই কোলাহলে অনুভবই হয় না। তবে খুব করে চাই আগের সেই দিনগুলোর মতো আনন্দ উপলেখক পরিচিতি ; শিক্ষার্থী,
নৃবিজ্ঞান বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
।
করতেভোগ
যাওয়ার আগে...
আমাদের বিনামূল্যের নিউজলেটারগুলি প্রতিদিন সকালে আপনার ইনবক্সে উজ্জ্বলতম একাডেমিক লেখকদের কাছ থেকে সরাসরি সাম্প্রতিক বিশ্লেষণ এবং মন্তব্য নিয়ে আসে।